1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজাধিরাজ – এম, আলমগীর হোসেন অদৃশ্য মানব – আব্দুস সাত্তার সমান  ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী পরিষদ সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ চারঘাট থানা পুলিশের অভিযানে ৮১০ বোতল ফেনসিডিল উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ                                ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক। দৈনিক নয়া কণ্ঠ                                 মহানবী – মহসিন আলম মুহিন বালাগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটিকে আতাউর রহমানের অভিনন্দন। দৈনিক নয়া কণ্ঠ সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ। দৈনিক নয়া কণ্ঠ                            তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ                                     তানোরের খাদ্যবান্ধব কর্মসুচির চাল আত্মসাৎ। দৈনিক নয়া কণ্ঠ

রাজশাহীতে গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের উদ্যোগে উদ্যোক্তা মেলা শুরু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

রাজশাহীতে গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের উদ্যোগে উদ্যোক্তা মেলা শুরু

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহীতে গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের উদ্যোগে তিন দিনব্যাপী সার্বজনীন উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে কেক কেটে এ মেলার উদ্বোধন করেন গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের স্বত্ত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক ইসফা খাইরুল হক শিমুল। আগামী রোববার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন বেলা ১১ থেকে রাত ১১টা পর্যন্ত মেলা প্রাঙ্গন দর্শকদের জন্য খোলা থাকবে। আর রোববার রাতেই এ মেলার সমাপনী অনুষ্ঠান হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক ইসফা খাইরুল হক শিমুল বলেন, উদ্যোক্তা হতে হলে অনেক বড় স্বপ্ন থাকতে হবে। অনেক বড় স্বপ্ন দেখতে হবে। দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। তবেই ছোট বা ক্ষুদ্র থেকে বড় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে।
তিনি বলেন, রাজশাহীর উদ্যোক্তাদেরকে আরো একধাপ এগিয়ে নিতে হোটেলটির উদ্যোগে এ মেলার আয়োজন। যাতে করে নতুন উদ্যোক্তারা অনুপ্রাণিত হন এবং রাজশাহীতে আরো নতুন উদ্যোক্তার সৃষ্টি হয়।
তিনি জানান, গ্র্যান্ড রিভার ভিউ উদ্যোক্তা মেলায় ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ও নিত্যনতুন অফার এবং মূল্যছাড়। এছাড়া কিছু উদ্যোক্তা স্টলে রয়েছে খাদ্য পণ্য, হস্ত শিল্প, বিভিন্ন ধরণের হাতে তৈরি পোশাক, ফিশিং পণ্য ও রকমারি পণ্যের বিপুল সমাহার।
তিনি আরো জানান, গ্র্যান্ড রিভার ভিউ হোটেল বিশ্ব মানের হোটেল হিসেবে এরই মধ্যে বাংলাদেশে সুনাম অর্জন করেছে। আমাদের বিশ্বমানের সেবাগুলোকে আরো উন্নত করতে হোটেলের সাথে একটি বিশ্বমানের মাল্টি কুইজইন ফাইন ডাইন রেস্টুরেন্ট, কফিসপ, ব্যাংকুয়েট হল, ফুড কোর্ট, সুইমিংপুল, জিমনেসিয়াম, স্পা ও সিনেপ্লেক্স যুক্ত করা হয়েছে। উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে রাজশাহীসহ সারাদেশের উন্নয়ন সহযোগী সবাইকে আমরা আমাদের মেলা প্রাঙ্গনে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মেলা শেষে উদ্যোক্তাদের অনুপ্রেরণা যোগাতে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হবে।
আয়োজকেরা জানান, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থান থেকে নিজ হাতে তৈরি পণ্যের সমাহার নিয়ে উদ্যোক্তারা এ মেলায় স্টল বসিয়েছেন। হোটেলটির ১১ তলায় এ মেলার আয়োজন করা হয়েছে। এতে মোট ১৯টি স্টল স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক ইসফা খাইরুল হক শিমুলের সহধর্মির্ণী আরিফা হক, বিভিন্ন এলাকা থেকে আগত উদ্যোক্তা ও হোটেল সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। #

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
  1. ২০২৩ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD