রাজশাহী রেলস্টেশনে সিগারেট খেতে নিষেধ করায় আনসার সদস্যকে ঘুষি মেরে হত্যা।
_________রাজশাহী ব্যুরো
রাজশাহী রেলস্টেশনের প্লাটফর্মে সিগারেট খেতে নিষেধ করায় আনসার সদস্যকে ঘুষি মেরে হত্যা করা হয়েছে।
ওই আনসার সদস্যের নাম মাইনুল ইসলাম (৪৫)। তার গ্রামের বাড়ি রাজশাহী উপজেলার গোদাগাড়ী থানা এলাকায়।
গতকাল বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) রাত ৮টার দিকে স্টেশনের ২ ও ৩ নম্বর প্লাটফর্মের মাঝে এঘটনা ঘটে।
বোয়ালিয়া থানা আনসার ও ভিডিপির কর্মকর্তা সুজন রানা বলেন, বাংলাবান্ধা ট্রেন থেকে তিনজন যাত্রী নেমে এক নং প্লাটফর্মে বসে সিগারেট খাচ্ছিল। এ সময় আনসার সদস্য মাইনুল ইসলাম তাদের সিগারেট খেতে নিষেধ করে এবং চলে যেতে বলেন। কথা বলার এক পর্যায় একজন যাত্রী মাইনুল ইসলামের বুকের বাম পাশে ঘুষি মারে। তৎক্ষনাত তার নাক ও মুখ দিয়ে রক্ত ক্ষরণ হয়।
পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনাই একজন আসামিকে গ্রেফতার করেছে জিআরপি থানা পুলিশ।
আসামীর নাম ঠিকানা উদ্ধার করা যায়নি। তবে গ্রেফতারকৃত আসামি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বলে জানা গেছে।