বালিয়াকান্দিতে ছাত্রদলের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভ
মো. আজমল হোসেন
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি বিলুপ্ত ও বাতিলের দাবিতে তৃণমূল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
রোববার (১৮ জুন) বিকেলে বালিয়াকান্দি উপজেলা ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা ছাত্রদলের স্বাক্ষরিত প্যাডে বালিয়াকান্দিতে বিভিন্ন রাজনৈতিক ২০ টি মামলার আসামী খোন্দকার শফিউল আজম (শিপলু) ও নাজমুল হাসান দিপুসহ বিতর্ক নেতাদের সমন্বয়ে বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রদলের কমিটি দেয়ায় তৃণমূল নেতা কর্মীরা উপজেলাধিন সকল কমিটি বিলুপ্ত চেয়ে বিক্ষোভ মিছিল করেছে। এসময় প্রশাসনের বাধাকে উপেক্ষা করে তৃণমূল নেতারা বিক্ষোভ করেন।
তৃণমূল নেতা কর্মীরা তাদের বক্তব্যে বলেন, আমরা এ কমিটি মানিনা মানব না। অতিবিলম্বে নবগঠিত কমিটি বাতিল করে পুনরায় ত্যাগী নেতাদের সমন্বয়ে কমিটি ঘোষণার দাবি জানান।