নরসিংদী ডায়াবেটিকস হাসপাতালে রোগী ভর্তির পর চিকিৎসার অনিয়ম
মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদী জেলা ডায়বেটিকস হাসপাতালে রোগী ভর্তির পর চিকিৎসার অনিয়ম হয়েছে। অসুস্থ রোগীর নাম মোঃ সাদেক রহমান মন্ডল, পিতাঃ মোঃ ইদ্রিস মন্ডল, গ্রামঃ ইউনিয়ন লেবুতলা থানা মনোহরদী। গতকাল সকাল ১১টার দিকে মোঃ ছাদেক মন্ডল নামে এক রোগী ভর্তি করেছে হাসপাতালের জরুরি বিভাগের কর্তৃপক্ষ। ভর্তির পর তাকে বিভিন্ন পরিক্ষা দেওয়া হয়। ছাদেক মন্ডলের অভিভাবক সকল পরিক্ষাগুলো করেন প্রায় দশ হাজার টাকা দিয়ে।তারপর দ্বায়িত্বরত ডাক্তার তাকে বলে বিকেলে সার্জারি ডাক্তার আসবে টাকা পয়সা রেডি আছে কি’না?। সাদেকের অভিভাবক বলে টাকা রেডি আছে সমস্যা নাই। তারপর অপেক্ষার পালা চলছে। ‘বিকেলে বেলা জানতে চাইলে কর্মরত ডাক্তার বলে রাতে আসবে, রাতে জানতে চাইলে, সাদেকের অভিভাবক কে তখন কর্মরত ডাক্তার বলে আসেনি, আগামীকাল সকালে আসবে। তখন দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা সময় শেষ হয়েছে,তারপর সার্জারি ডাক্তার আসেনি। নিরুপায় হয়ে সাদেক মন্ডলের অভিভাবক আমাকে ফোন দেয়।ফোন পেয়ে আমি নরসিংদী ডায়বেটিকস হাসপাতালে দ্রুত গতিতে চলে আসি, গিয়ে দেখি সাদেক মন্ডলের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। তারপর সাদেক মন্ডল ও অভিভাবকের কাছে থেকে জানতে পারি সাদেক মন্ডলকে কোন চিকিৎসা দেওয়া হয়নি, কোন ডাক্তার তাকে দেখতে আসেনি। নার্স শুধু দুইবার এসে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। ছাদেক মন্ডলের অভিভাবক কর্মরত ডাক্তারকে বলে, এখানে চিকিৎসা না হলে এখানে রেখে কি লাভ ছুটি (ছাড়পত্র) দিয়ে দেন চলে যাই। সাদেক মন্ডলকে ঢাকা নিয়ে যাবো। তারপর আমি কর্মরত ডাক্তারের কাছে যায়, এই বিষয়ে জানতে চাই। তখন কর্মরত ডাক্তার আমাকে বলে ঢাকা থেকে ডাক্তার না আসলে আমি কি করবো, আসবে বলে তিনি আসে নাই। আমি তখন জানতে চাইলাম সার্জারি ডাক্তার নাই, তাহলে এই রোগীকে ভর্তি করা ঠিক হয়েছে?,তখন তিনি প্রতি উত্তরে বললেন আমার করার কিছু নেই।