মেহেরপুরে আইএফআইসি ব্যাংকের প্রতিবেশী উৎসব অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি:
প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেহেরপুরে আইএফআইসি ব্যাংকের প্রতিবেশী উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে আইএফআইসি ব্যাংক মেহেরপুর শাখার আয়োজনে শীতকালীন গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক মেহেরপুর শাখার ম্যানেজার মোঃ তৌহিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক মেহেরপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার সাদেকুল্লাহ।
আইএফআইসির পিঠা উৎসবে পাকানপিঠা, নকশিপিঠা, পুলিপিঠা, পাটিসাপটা, মোরগ সংসার, দুধ চিতই, বরফি, সরু পিঠা, মুগ পিঠাসহ ২০ ধরনের পিঠা প্রদর্শন করা হয়েছে।