1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভালুকায় পরিবেশ দূষণের দায়ে দুই লেয়ার ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা গোয়ালন্দ সাংবাদিক ইউনিয়নের ১৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন সাভারে ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় শিশু শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন ধামইরহাটে দূর্বৃত্তের হামলায় ছাগল ব্যবসায়ী খুন রাজশাহীর মতিহারে বসেছে মাদকের হাট মাদকের অভিযানে উদাসীন পুলিশ পত্নীতলায় জামায়াতে ইসলামী’র গণসংযোগ নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২কেজি গাঁজাসহ ২জন আটক সিজারের পর প্রসূতির মৃত্যু, ৪ লাখ টাকায় রফাদফা

বগুড়া গাবতলী মডেল থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের রহস্য উদ্ঘাটন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

বগুড়া গাবতলী মডেল থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের রহস্য উদ্ঘাটন।

আব্দুল হালিম বিশেষ প্রতিনিধি: বগুড়া গাবতলী মডেল থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের রহস্য উদঘাটন ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে

গত ৩১/০১/২০২৪ খ্রিঃ রাত্রি ২২.২৩ ঘটিকায় গাবতলী থানা ক্যাম্পাসের ভিতরে অফিস ভবনের পিছনে বিকট শব্দে পর পর ০২ টি ককটেলের বিষ্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শণ করতঃ প্রাপ্ত আলামত (লাল কস্টেপের টুকরা ও কিছু ছোট ছোট পাথরের টুকরা) জব্দ করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলের পারিপার্শ্বিকতায় প্রতীয়মান হয় যে, থানা পুলিশের মনোবল ভেঙ্গে ফেলতে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে কিংবা পুলিশকে আক্রমনের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলতে কিংবা দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী রাজনৈতিক নেতাকর্মীগণ তাদের অবস্থান জানান দিতে থানা ভবনকে লক্ষ্য করে এ ককটেলের বিষ্ফোরন ঘটানো হয়েছে। তদন্তে নামে গাবতলী মডেল থানা পুলিশ। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সার্বক্ষণিক এ তদন্তের তদারকি করতে থাকেন।

ঘটনার প্রাথমিক তদন্ত করে থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম গত ০১/০২/২০২৪ খ্রিঃ বাদী হয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী নেতাকর্মীদের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে বিষ্ফোরক দ্রব্যাদি আইনে গাবতলী থানায় নিয়মিত মামলা রুজু হয়।

মামলা রুজুর পর আরো জোরালোভাবে তদন্তে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তা, নিখুঁত গোয়েন্দা তথ্য ও পুলিশের বুদ্ধিদীপ্ত তদন্তে ০২ জন আসামীকে সনাক্ত করে গতকাল রাত্রি ০৮.০০ ঘটিকার দিকে গাবতলী শহর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সুজল চন্দ্র দেবনাথ সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) শ্রী জয়দেব কুমার সাহা, এএসআই (নিঃ) মোঃ এনামুল হক, এএসআই (নিঃ) মোঃ আবু তৈয়ব’গণ ফোর্স নিয়ে এ গ্রেফতার অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত ১. সুমন (৩৭), পিতা-টুকু মন্ডল, ২. মোঃ রাহুল হাসান (২০), পিতা-মোঃ রফিকুল ইসলাম, উভয় সাং-গাবতলী পূর্বপাড়া, থানা-গাবতলী, জেলা-বগুড়া। আসামী সুমন পৌর শ্রমিক দল কর্মী এবং আসামী রাহুল হাসান পৌর ছাত্রদল কর্মী। আসামী’দ্বয় গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা অকপটে স্বীকার করেছেন।

আজ উভয় আসামী’দ্বয়কে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ বলেন আসামী’দ্বয় থানাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের সময় পুলিশের চোখ ফাঁকি দিতে আশেপাশের রাস্তার সিসিটিভি ক্যামেরা ও রাস্তার লোকজনের চোখ এড়ানো জন্য সকল ধরণের সর্তকতা অবলম্বন করেছেন। এমনকি তারা ঘটনার সময় নিজের ব্যবহৃত মোবাইলটিও অন্যত্র রেখে এসেছিলেন। ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার সাথে মূল হোতাদের গ্রেফতারের অভিযান চলছে। আজ বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে উভয়ই ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD