স্টাফ রিপোর্টার, শরীয়তপুরঃ
তরুণ প্রজন্ম ছাত্রক্যাণ সংগঠন কতৃক আয়োজিত ২০২৩ সালে উপবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শরীয়তপুরের সখিপুর থানাধীন ৯২ নং তারাবুনিয়ার কালির চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি সোহেল তানভীরের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী মোল্যা। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জনাব আঃ মান্নান মাঝি, ডাঃ আব্দুর রাজ্জাক, এমবিবিএস স্বাস্থ্য, (সার্জন, ভেদরগঞ্জ হেলথ কমপ্লেক্স)।
হোসেন আলী সিদ্দিকী (মেরিন অফিসার) সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ৩৬ জন শিক্ষার্থীর হাতে উপবৃত্তি ও অন্যান্য পুরস্কার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।