দুপচাঁচিয়া উপজেলায় তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে জরিমানা।
___________রাজশাহী ব্যুরো
আজ ৩০ জানুয়ারি মঙ্গলবার বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা লাইসেন্স ব্যতীত মৎস্য খাদ্য এবং পশু খাদ্য বিক্রয় এবং নিবন্ধন ব্যতীত হ্যাচারী স্থাপনের অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি । এ ছাড়া আরও উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এবং এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার গণমাধ্যমকে জানান, সরকারি নির্দেশনা মোতাবেক মোবাইল কোর্টের অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে ।