শেরপুরে ৩ স্কুল ছাত্রীকে বিলাই চিমটি দিয়ে উত্যক্ত, আটক ২
মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
শেরপুর সদরের মধ্যবয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ ছাত্রীকে উত্যক্ত করে বিলাই চিমটি দিয়ে আহত করার অভিযোগে ইব্রাহিম (১৬) ও আকাশ (১৬) নামে ২ বখাটেকে আটক করেছে পুলিশ। এ ঘটনার মূল হোতা মো.কালু মিয়ার ছেলে আব্দুল মোতালেব পালিয়ে যায়। আহত তিন ছাত্রীকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে স্কুলের বিরতি চলার সময় এ ঘটনা ঘটে। আটক ইব্রাহিম শেরপুর সদর উপজেলার বয়ড়া পরাণপুরের মজিবর রহমানের ছেলে ও আকাশ মধ্যবয়ড়ার হামিদ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর দাবী, এদের বখাটেপনায় সবাই অতিষ্ঠ। স্কুল–কলেজের মেয়েদের উত্ত্যক্ত করায় এদের কাজ।
স্কুল সূত্রে জানা গেছে, স্কুলের টিফিন চলার সময় ওই তিন বখাটে স্কুলে ঢুকে এই ঘটনা ঘটনায়। স্কুলের বাউন্ডারি না থাকায় ওরা প্রতিদিন ওই স্কুলে ঢুকে সিগারেট, গাজা সেবন করে। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় শিক্ষকরাও আতংকে থাকেন।
স্কুলের প্রধান শিক্ষক হাসনাত জাহান জানিয়েছেন, ‘স্কুলটি বাজারে অবস্থিত। দিনের বেলায় বাজারের মানুষজন স্কুলের খোলা মাঠেই আড্ডা দেয়। কখনও কখনও প্রকৃতির ডাকে পর্যন্ত সাড়া হয় শিক্ষক–শিক্ষার্থীদের সামনেই। বখাটের অত্যাচার লেগেই থাকে। বিলাই চিমটিতে আক্রান্ত সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এ ঘটনায় ওই তিন বখাটের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা দিয়েছেন।
শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক জানিয়েছেন, ‘পুলিশ সুপার মোনালিশা বেগমের নির্দেশে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়েছে। আরেক জনকে পুলিশ খুঁজছে। এ ব্যাপারে এজাহার পেয়েছি, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’