নিজস্ব প্রতিবেদক ঃ মায়ের সাথে সকালে স্কুলে যাচ্ছিল আদিবা ইসলাম রোজা মনি (৫)। কিন্তু সে আর স্কুলে পৌঁছাতে পারেনি। একটি দ্রুতগামী অটোরিক্সায় তাকে স্বজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মারা যায় আদিবা। শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকায় সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফাতেমাতুজ্জোহরা (রা) মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদিবা ইসলাম রোজা মনি (৫) স্থানীয় ১ নং নাগেরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় শিশু শ্রেণির ছাত্রী ছিল। সে উপজেলার রানিসার গ্রামের মোঃ বোরহান সিকদারের ছোট মেয়ে। আর সিএনজিচালিত অটোরিকশার চালক পৌরসাভার ১ নং ওয়ার্ডের আলী বক্স বাঘার ছেলে কবির হোসেন (৪৫)।