পুঠিয়া উপজেলায় ১৯৯ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
__________রাজশাহী ব্যুরো
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় ১৯৯ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। মাদক ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর ইসলাম (৪৩)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নামাটলা চককুচি গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।
গতকাল (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজশাহী পুঠিয়া উপজেলার গোন্ডগোহলি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ সোমবার ২৯ জানুয়ারি সকালে র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল জানতে পারে যে একজন ভ্যান চালক তার ভ্যানে অভিনব কায়দায় ফেনসিডিল পাচার করছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুঠিয়ার গোল্ডগোঁহলি এলাকায় র্যাবের ওই টিম অবস্থান নেয়।
এসময় তার গতিরোধ করা হয় এবং ভ্যান গাড়ির বডিতে অভিনব কায়দায় বিছানার মত সাজানো অবস্থায় ১৯৯ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ঘটনায় আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।