রাজশাহীর দূর্গাপুরে র্যাব ৫ এর অভিযানে ১৪১০ লিটার চোলাইমদ উদ্ধার ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
____________রাজশাহী ব্যুরো
২৮ জানুয়ারি ২০২৪ তারিখ রবিবার সকাল ০৫.৩০ ঘটিকায় রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন নারিকেলবাড়িয়া সাওতালপাড়া নামক এলাকায় RAB 5 এর অভিযানিক দল অপারেশন পরিচালনা করে -১৪১০ লিটার চোলাইমদ উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন । আসামীদয় ১। সঞ্জিত রায় (৪০), পিতা-তিনকুড়ি রায়, ২। সুজন রায় (২২), পিতা-মৃত কালিপদ রায়, উভয় সাং – নারিকেলবাড়িয়া সাওতাল পাড়া, থানা – দূর্গাপুর, জেলা-রাজশাহী ।
আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় , তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ নিজ বসতবাড়ীতে অবৈধভাবে গোপনে চোলাইমদ প্রস্তুত করত এবং রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার দূর্গাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।