নরসিংদী জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি ঢাকা বিভাগ
আজ শনিবার (২৭ ই জানুয়ারি ২০২৪ খ্রি.) নরসিংদী জেলা প্রশাসন ও নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নরসিংদী মোসলেহ উদ্দীন ভূইয়া ষ্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে নরসিংদী জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।উক্ত ব্যাডমিন্টন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -৪ মনোহরদী – বেলাব থেকে নির্বাচিত সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রী,শিল্প মন্ত্রণালয় জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সম্মানিত জেলা প্রশাসক ড.বদিউল আলম।উক্ত গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম সহ নরসিংদী জেলার সম্মানিত প্রশাসন ও সরকারি কর্মচারী এবং নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।