1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন

রাজশাহী মহানগর পাইকারি কাঁচামাল ব্যবসায়ী সমিতির কমিটি বিলুপ্ত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১২২ বার পঠিত

রাজশাহী মহানগর পাইকারি কাঁচামাল ব্যবসায়ী সমিতির কমিটি বিলুপ্ত।

__________রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগর পাইকারী কাঁচামাল ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটি বিলুপ্ত করে অন্তবর্তীকালীন একটি এডহক কমিটি ঘোষণা করা হয়েছে।

উক্ত কমিটি আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন কমিশন গঠনপূর্বক ব্যবসায়ীদের নিয়ে বিতর্কমুক্ত একটি ভোটার তালিকা প্রণয়ন এবং সমিতি পরিচালনায় গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবেন।

(২৭ জানুয়ারি) শনিবার দুপুর দেড়টার দিকে সাহেব বাজার মাস্টারপাড়া কাঁচাবাজার এলাকার একটা ভবনে পাইকারী কাঁচামাল ব্যবসায়ী সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিগত কাঁচামাল ব্যবসায়ী সমিতি পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাফিজুল ইসলাম পূর্বোক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে ঘোষিত অন্তবর্তীকালীন এডহক কমিটিতে গোলাম মুর্তজা জুয়েলকে আহবায়ক ও কমিটির সাবেক সভাপতি মো: হাফিজুল ইসলামকে যুগ্ন আহবায়ক করে মো. হাবিব খাঁন, আনোয়ার হোসেন, মোঃ আজাদ সহ বিলুপ্ত কমিটির সকল সদস্যকে রেখে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয় ।

সংবাদ সম্মেলনে সাবেক সভাপতি হাফিজুল ইসলাম বলেন, গত ১৫/১২/২০১৬ ইং তারিখে দ্বীবার্ষীক নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ১৪/১২/২০১৮ ইং তারিখে কমিটির মেয়াদ গঠনতন্ত্র মোতাবেক শেষ হয়ে যায়। কিন্তু বর্তমান কমিটির মেয়াদ ৭ বছর পেরিয়ে গেলেও এ পর্যন্ত কোন সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম গ্রহণ করা হয় নাই। এছাড়া সমিতির আয় ব্যায়ের হিসাব নিয়েও আছে গড়মিল।

হাফিজুল ইসলাম বলেন, এ কমিটির পূর্বে কমিটির দায়ীত্ব হস্তান্তর করার সময় বর্তমান কমিটিকে ১৫,২৭,৬৭৭ টাকা নগদ ব্যাংক হিসেবে বুঝিয়ে দিয়ে যান। কিন্তু বর্তমানে ব্যাংক হিসেবে উল্লেখিত টাকার কোন হদিশ নাই। এছাড়া বিগত চার বছর ধরে সাধারণ সদস্যদের কাছ থেকে মাসিক চাঁদা আদায় বাবদ ২৯,২০,০০০ টাকারও কোন হিসাব দিচ্ছেনা বলেও অভিযোগ করেন তিনি।

এব্যাপারে মহানগর পাইকারী কাঁচামাল ব্যবসায়ী সমিতির বর্তমান সাধাণ সম্পাদক সাব্বু খাঁনকে দোষারোপ করলেন সভাপতি ফাইজুল ইসলাম। তিনি বলেন, সাব্বু খাঁন সমিতিতে বিপর্যয় ঘটিয়েছে। তার অধিপত্ত এবং একক নিয়ন্ত্রনে সমিতিকে ধ্বংস করেছে। এছাড়া টাকা পয়সাও আত্মসাৎ করেছে বলেও স্বীকার করেন তিনি।

এক প্রশ্নের জবাবে ফাইজুল ইসলাম বলেন, রোজার আগে সাধারণ সভার মাধমে ঈদের পর নির্বাচনের তারিখ ঘোষনা করার চেষ্টার করবো। এছাড়া যারা আমাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহব্বায়ক কমিটি গঠন করেছেন, তারা যদি নির্বাচন করে ক্ষমতায় আসতে পারেন তাহলে ’কে কী’ করছে আমি তা দেখতেও যাবোনা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD