গাজীপুর কালিয়াকৈরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা আওয়ামীলীগ।
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি ঢাকা বিভাগ
আজ শুক্রবার (২৬ শে জানুয়ারি ২০২৪ খ্রি.) গাজীপুর – ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রী সভার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রি আ ক ম মোজাম্মেল হককে গণসংবর্ধনা দিয়েছে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ।আজ বিকালে কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ জোড়াপাম্প উত্তরপাড়া খেলার মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক।প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর শাখা ও উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ ও জনসাধারণ মানুষ এমপিকে ফুল ছিটিয়ে বরণ করেন এবং বিশেষ সম্মাননা জানান। পরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপিকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য যে চতুর্থ বারের মতো সংসদ সদস্য ও তৃতীয় বারের মতো সরকারের কেবিনেটের ১নং মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক বলেন,বিগত ৭ ই জানুয়ারি নির্বাচনে এ এলাকার জনসাধারণ মানুষ আমাকে বিপুল ভোট প্রদান করে এমপি নির্বাচিত করেছেন।এ এলাকার রাস্তা-ঘাটসহ সার্বিক উন্নয়নে অসমাপ্ত জরুরি কাজগুলো দ্রুত বাস্তবায়নে আমি যথাসাধ্য চেষ্টা করব।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর পৌর প্যানেল মেয়র খাত্তাব মোল্লা, আওয়ামী লীগ নেতা তোবারক মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।