কিশোরগঞ্জে নিবন্ধন বিহীন সেবা ডায়াগনস্টিক সেন্টার কে সিলগালা
মোঃ সবুজ মিয়া,
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় সংলগ্নে সেবা ডায়াগনস্টিক সেন্টার ভ্রাম্যমান আদালতের রায়ে নিবন্ধন না থাকায় সেবা ডায়াগনস্টিক সেন্টারটিকে সিলগালা করা হয়েছে।
বুধবার( ২৪ জানুয়ারি) বিকালের দিকে উপজেলা সহকারী কমিশনার( ভুমি) সানজিদা রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ নির্দেশনা দেন।
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানজিমুল হক মিল্লাত,বিষয়টি নিশ্চিত করে জানান,হাইকোর্টের নির্দেশনা মোতাবেক নিবন্ধন বিহীন হওয়ায় সেবা ডায়াগনস্টিক সেন্টারটিকে সিলগালা করা হয়েছে।
এদিকে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করায় নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারটিকে কাগজপত্র সংগ্রহের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।