রাজশাহীতে মহামতি লেনিনের শততম মৃত্যুবার্ষিকী পালিত
________রাজশাহী ব্যুরো
দুনিয়া কাঁপানো রুশ বিপ্লবের মহান নেতা বিশ্বের শোষিত বঞ্চিত নিপীড়িত ও মেহনতী মানুষের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের শততম মৃত্যুবার্ষিকী আজ ২১ জানুয়ারি রবিবার রাজশাহীতে পালিত হয়েছে। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আজ বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে লেনিন স্মরণে এক আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় বক্তারা বলেছেন লেনিনের আদর্শকে ধারণ করেই শোষিত বঞ্চিত মেহনতী মানুষের মুক্তির সংগ্রাম চালিয়ে যেতে হবে। বাংলাদেশের চলমান লুটপাট এর বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে লুটেরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবিলম্বে শুদ্ধি অভিযান শুরু করার দাবি জানান। বক্তারা আরো বলেন লেনিনের পথ ধরেই শোষণ বঞ্চনা নিপীড়ন লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুললেই বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব।
এজন্য লেনিন আজও প্রাসঙ্গিক। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি, চ্যালেন আই এর রিপোর্টার আবু সালে মোঃ ফাত্তাহ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সিনিয়র সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী বেতারের গীতিকার বাসেত প্রামানিক, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিউর রহমান রিপন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সদস্য সচিবুল হক বিন্দু প্রমুখ।