নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক
উত্তাল হয়ে উঠেছে ভারত – পাকিস্তান উপকূল এলাকা। আরব সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় আঘাত আনার আগেই উত্তাল হয়ে উঠেছে ভারত- পাকিস্তানের উপকূল।
মঙ্গলবার(১৩জুন)মুম্বাইয়ের উপকূলে নেমে প্রবল ডেউয়ের মাঝে চার কিশোর ডুবে যায়।এছাড়া গুজরাটে প্রবল বৃষ্টি ও তীব্র বাতাসের আঘাতে দেওয়া ধসে আরো তিনজনের মৃত্যু হয়।
বার্তাসংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত- পাকিস্তান উপকূল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। ক্রমশ শক্তি বাড়িয়ে প্রবল গতিতে ভারত- পাকিস্তানের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’।বৃহস্পতিবার(১৫ জুন) সন্ধ্যার দিকে পাকিস্তানের উপকূল এবং গুজরাটের মান্দভিতে বড় ধরনের আঘাত হানতে পারে বলে ধারনা করা হচ্ছে।
বাতাসের গতি ঘন্টায় ১২৫ থেকে ২৩৫ কিলোমিটার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা। তবে আঘাত হানার সময় এ গতি বেড়ে ঘন্টায় ১৫০ কিলোমিটার হতে পারে বলে তারা সতর্ক করে দিয়েছেন।