রাজশাহী বিআরটিএ অফিসে দুদকের অভিযান: গুরুত্বপূর্ণ ফাইল জব্দ।
____________রাজশাহী ব্যুরো
রাজশাহীর বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। রোববার ২১ জানুয়ারি বেলা ১১টার দিকে দুদকের একটি দল বিআরটিএ কার্যালয়ে অভিযান শুরু করে। এসময় বিআরটিএ’র সহকারী রাজস্ব কর্মকর্তা আতাউর রহমান খানের কার্যালয়ে তল্লাশি চালানো হয়। পরে সহকারী পরিচালক ( ইঞ্জি ) মোসাররফ হোসেনের কক্ষে তারা ঘর বন্ধ অবস্থায় বিভিন্ন নথি পত্রাদি পরীক্ষা নিরীক্ষা করেন । তবে যতদূর জন্য লাইসেন্স নবায়নের বিষয়ে তাদের কাছে অভিযোগ রয়েছে । দুদক প্রতিনিধি বিআরটিএ কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের সঙ্গেও কথা বলেন ।
দুদকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে জানান, বিআরটিএ কার্যালয়ে ঘুষ না দিলে চালকদের লাইসেন্স হয় না-এমন অভিযোগ হয়েছিল দুদকের প্রধান কার্যালয় ঢাকাতে। সেখান থেকে বিষয়টি তদন্ত করার জন্য বলা হয় রাজশাহী অফিসকে। এরপর রাজশাহী অফিসের দুদক দল রবিবার বিআরটিএ কার্যালয়ে অভিযান চালায়। এসময় সেবাগ্রহিতাদের বক্তব্য নেওয়া হয় ও বেশকিছু গুরুত্বপূর্ণ ফাইলও জব্দ করা হয়।