শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির সিনিয়র নেতাদের শ্রদ্ধা নিবেদন
মোঃ মোবারক হোসেন নাদিম
১৯ই (জানুয়ারি) শুক্রবার ২০২৪ইং
মহান স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আগারগাঁওস্থ মরহুমের মাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি’র শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করেন বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।। উক্ত মাজারে শ্রদ্ধা নিবেদন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ আব্দুল মঈন খান ও স্থায়ী কমিটির সদস্য এডঃ নজরুল ইসলাম খান এবং ঢাকা উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিতি মাধ্যমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার মাধ্যমে আজকে প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।