রাজশাহী নগরীতে গলায় ফাঁস দিয়ে সাইকেল মিস্ত্রির আত্মহত্যা।
___________রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম এলাকায় সানওয়ার (৩০) নামে এক সাইকেল মিস্ত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সানওয়ার নগরীর ছোট বনগ্রাম পশ্চিম পাড়া এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে। তিনি দুই মেয়ে ও এক পুত্রসন্তানের জনক হলেও ছেলেটি প্রতিবন্ধী বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, শালবাগান পাসপোর্ট অফিসের সামনে সানওয়ারের ছোট একটি সাইকেলের গ্যারেজ আছে । সেখান থেকে কোনো রকম সংসার চালাতো সে। এছাড়া এন জি ও হতে নেওয়া লোনের কিস্তির টাকা নিয়েও মানসিক চাপে পড়ে আত্মহত্যা করতে পারে বলেও ধারনা করছেন অনেকে।
এব্যাপারে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।