সংসদ সদস্য ইন্জিনিয়ার আব্দুল সবুর দাউদকান্দি ও তিতাসের বিভিন্ন স্থান থেকে জিপির নামে সকল প্রকার যানবাহন থেকে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিলেন
সালমা আক্তার দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস)
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদের হল রুমে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইঞ্জিঃ আবদুস সবুর বলেন,ইজারা ব্যতিত সকল প্রকার সিএনজিসহ যানবাহন থেকে অবৈধ কোন চাঁদাবাজি করতে দেওয়া হবে না ৷ যারা অবৈধ চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে আইনগত ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মেজর অব.মোহাম্মদ আলী (সুমন) মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক বাসুদেব ঘোষ, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি জিএস সুমন সরকার, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো.মোজ্জামেল হক, হাইওয়ে থানার ওসি শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, প্যানেল মেয়র ও উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব প্রমূখ। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্ধ নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।