১৮ -২০ জানুয়ারি জয়পুরহাটে বিজ্ঞানমেলা ।
শাহাবউদ্দিন ইসলাম ঃ আক্কেলপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত জয়পুরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞানমেলা শুরু হয়েছে । ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ বিজ্ঞানমেলার উদ্বোধন করা হয় ।
এবারের মেলায় নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪০ জন শিক্ষার্থী ১২০টি গবেষণা প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেছে। মেলাটি প্রানবন্ত ও আনন্দমুখর করার জন্য জেলার সকল স্কুল কলেজের শিক্ষার্থীরা আজ থেকেই ভিড় জমাতে শুরু করেছে ।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি চত্বরে (জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের পশ্চিম পাশে) এ মেলার উদ্বোধন করেন বিসিএসআইআর সদস্য ও যুগ্ম সচিব জনাব কাজী আনোয়ার হোসেন। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ প্রধান শিক্ষক / অধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।