হঠাৎ মধ্যরাতে অসুস্থ্ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে
নয়া কণ্ঠ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। সোমবার (১২ জুন) দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের দুই সদস্য ড. এফ এম সিদ্দিকী ও ড. জাহিদ হোসেন গুলশানের ফিরোজা বাসভবনে বেগম জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। হঠাৎ অসুস্থ বোধ করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।