মর্মান্তিক বাইক এ্যাকসিডেন্টে মারা গেলেন চেয়ারম্যান পুত্র রুপম
ইমরান ইসলাম শাকিল ঃ বটিয়াঘাটা
“একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না”
বটিয়াঘাটা উপজেলার ৩ নং গংগারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হালদার এর একমাত্র পুত্র রূপম হালদার (১৮) গত ১৩ জানুয়ারী শনিবার দ্রুত গতিতে বাইক চালিয়ে খুলনা থেকে ফেরার সময় প্রাইভেট কারের সাথে মুখোমুখি দুর্ঘটনায় মৃত্যু বরন করে।
আজ খুব কাছে থেকে দেখলাম পুত্র হারানো পিতার আহাজারি, সান্ত্বনা জানাবার কোন ভাষা নেই।
যে চলে গেছে তাকে আর ফিরে পাব না, কিন্তু আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আগামীতে আমাদের যেন আর কোন বাবা-মায়ের কোল খালি দেখতে না হয়, সে জন্য ঐক্য বদ্ধ ভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের সদস্য ও বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু দিলীপ হালদার, আমিরপুর ইউনিয়নের চেয়ারম্যান জি,এম মিলন গোলদার ও গংগারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাদী উজ্জামান হাদী ও অন্যান্য নেতৃবৃন্দ