নেত্রকোণার পূর্বধলায় পিক-আপের ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণার পূর্বধলায় পিক-আপের ধাক্কায় আব্দুল মোতালেব শেখ (৪৫) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।সোমবার (১৫ জানুয়ারী) বিকেলে ৪টার দিকে পূর্বধলা-নেত্রকোণা সড়কের সিন্দুরাটিয়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।নিহত মোতালেব শেখ পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের সিন্দুরাটিয়া গ্রামের মোহর উদ্দিন শেখের ছেলে।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মোতালেব শেখ সোমবার বিকেলে নিজ বাড়ি সিন্দুরাটিয়া থেকে মোটর সাইকেল যোগে নারায়ণডহর বাজারের উদ্দ্যেশে রওনা দেয়। মোটর সাইকেলটি সিন্দুরাটিয়া গ্রামের রাস্তা থেকে পূর্বধলা-নেত্রকোণা সড়কে উঠার সময় পূর্বধলা থেকে নেত্রকোণাগামী একটি পিক-আপ মোটর সাইকেলটিকে প্রচন্ড ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল
চালক মোতালেবের মৃত্যু হয়।এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলামের সাথে সন্ধ্যার পর কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালকসহ পিক-আপটি আটক করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।