অসহায় দুঃস্থ নারীদের সাহায্যে ওমেন্স ইয়থ ডেভলপমেন্ট এর পক্ষ থেকে সেলাইয়ের ট্রেনিং
____________রাজশাহী ব্যুরো
ফ্রি হ্যান্ডস সাপোর্ট সোসাইটি এর পক্ষ থেকে শুধুমাত্র অসহায় দুঃস্থ নারীদের নিয়ে সেলাইয়ের ট্রেনিং করানো হবে। যেখানে ৩০ জন সদস্য নেওয়া হবে। এটি চাঁপাই নবাবগঞ্জ সদরের মধ্যে করানো হবে তবে স্থান এখনো নির্বাচন করা হয়নি, পরে স্থান অনলাইনে জানিয়ে দেওয়া হবে বলে মাসরুফা আরফিন মিম জানান ।
এ প্রশিক্ষনে অংশগ্রহণের জন্য ৩৫০ টাকা জমা দিয়ে ফর্ম ক্রয় করতে হবে। কেবলমাত্র যাদের প্রশিক্ষণ টি নেয়ার প্রয়োজন আছে তারাই ফর্মটি সংগ্রহ করবেন। তারপরও ৩০ জন কে যাচাই করে নেওয়া হবে । ৩ মাসব্যাপি এই প্রশিক্ষণটি চলমান থাকবে বলে জানান ।
প্রতি সপ্তাহে ৪টি করে মাসে মোট ১৬ টি ক্লাস এবং ৩ মাসে মোট ৪৮ টি ক্লাশ হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক ব্যক্তিকে ১টি করে সার্টিফিকেট এবং ১ টি ফ্রি সেলাই মেশিন ওমেন্স ইয়থ ডেভলপমেন্ট এর পক্ষ থেকে প্রদান করা হবে।
এই ফ্রি প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন সারমিন শোভা । উনি এই প্রশিক্ষণের পুরো কাজটা দেখাশুনা করবেন তাছাড়া ট্রেনার হিসেবে ৩ জন প্রশিক্ষণ প্রদান করবেন
ওমেন্স ইউথ ডেভলপমেন্ট গ্রুপ মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষজন যাতে সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা পান এবং সে বিষয়ে তারা পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবেন বলে জানান ।