স্টাফ রিপোর্টার মোঃ সুজন খন্দকার ঃ এক সময়ের মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দৌলতদিয়া, আবারও ভাঁসতে শুরু করেছে মাদকের জোয়ারে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মাঝে মাঝে কিছু সিজনাল মাদক কারবারী ও সেবনকারী গ্রেপ্তার হলেও, অদৃশ্য কারণে ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে প্রকৃত বংশগত মাদক ব্যবসায়ীরা।
গতবছর চিহ্নিত বেশকিছু মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও পুড়াভিটা এলাকায় পুলিশি ব্যাপক অভিযানের কারণে কিছু সময় মাদক ব্যবসা কম থাকলেও, অতি সম্প্রতি অজ্ঞাত কারণে চিহ্নিত
মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে করে যাচ্ছে মাদক ব্যবসা।
সরজমিন গিয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধানের মাধ্যমে জানা যায়,মাদক ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন দৌলতদিয়ার অন্তত ১৫ থেকে ২০ জন পেশাদার মাদক ব্যবসায়ী। শুধুমাত্র এই মাদক ব্যবসায়ীরা’ই কোটি টাকার মালিক হয়েছেন বিষয়টা এমন নয়, এদের মদদ দাতা অর্থাৎ গডফাদার’রাও নাকি? কোটি টাকার মালিক হয়েছেন এমন গুনজন রয়েছে অত্র এলাকার মানুষের মুখে মুখে। যাদের নেতৃত্বে দৌলতদিয়ার পুড়াভিটা সহ একাধিক স্থানে প্রকাশ্যে চলছে এই মাদক ব্যবসা। বর্তমানে দৌলতদিয়াতে ছোট বড় মিলিয়ে প্রায় অর্ধ-শতাধিক মাদক ব্যবসায়ী দিবারাত্রি আইন শৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে মাদকের রমরমা ব্যবসা করে যাচ্ছে । গাঁজা থেকে শুরু করে হিরোইন পর্যন্ত এমন কোন মাদক নেই যা পাওয়া যায় না দৌলতদিয়াতে। টাকার বিনিময়ে সমস্ত প্রকার মাদকের দেখা মিলছে এখানে। এতে একদিকে বৃদ্ধি পেয়েছে চুরি, ছিনতাই। অন্যদিকে ধ্বংস হচ্ছে যুব সমাজ। তাতে অবশ্য মাথা ব্যাথা নেই কারোরই।
এতে ক্ষিপ্ত এলাকাবাসী অভিযোগ করে বলেন,নাম প্রকাশ করতে অনিচ্ছুক গুটিকয়েক বক্তি মাদক ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সুধিধা গ্রহন করার কারণে বন্ধ হচ্ছে না মাদক ব্যবসা।
এবিষয়ে জেলার পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান ,নিয়মিত মাদক বিরোধী অভিযানের মাধ্যমে মাদকসেবন ও মাদক কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে । আর যারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করছে, তাদের প্রত্যেকের নামে ১০-১২টি মাদক মামলা রয়েছে। কেউ কেউ আবার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাদের কেউ গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
দৌলতদিয়ার পুড়াভিটা সহ আশপাশের একাধিক স্থানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদক,দেখছে সবাই। প্রতিবাদ করার সাহস নাই কারোরই। কারণ সরিষা’র মধ্যে’ই ভুত। কিছু ভাষা আছে যা আমরা নিউজে লিখতে পারি না, আশা করছি পাঠকেরা বুঝে নিবেন।