নয়া কণ্ঠ অনলাইন ঃ
রবিবার (১৪ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দৈনিক নয়া কন্ঠ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
স্ট্রোক জনিত সমস্যায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসা করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ বিকাল ৪ টা ১ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।
শেখ শামসুল ইসলাম ছিলেন রাজবাড়ি জেলার বালিয়াকান্দী থানার অন্তরগত বাবুলতলা গ্রামের স্বনামধন্য শেখ আনছার উদ্দিন মাতুব্বরের তিন ছেলের দ্বিতীয়, মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৭৬ বছর।
তার মৃত্যুতে নয়া কণ্ঠের সম্পাদক শেখ রবিউল ইসলাম রবি শোক প্রকাশ করেছে এবং মরহুমের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন।
আজ রাত ৮ ঘটিকায় মরহুমের জানাযা শেষে শেখ বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।