ঈগলের পরাজয়ের কারনে নৌকার কর্মীকে কুপিয়ে আহত।
রুকুনুজ্জামান রাসেল ঃসিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
ঘটনা বেলকুচি থানার রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামে।
গত ৭ ই জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটের দিন বেলকুচি থানার রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের সমেষপুর সেন্টারে ঈগল প্রতীক নৌকা প্রতীকের চেয়ে বেশি ভোট পায় ।
এই বেশি ভোট পাওয়াকে কেন্দ্র করে ঈগলের নেতৃত্ব দানকারী বর্তমান রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ছনিয়া সবুর আকন্দ ও তার স্বামী সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলীর নির্দেশনায় ঈগল প্রতীকের লোকজন আনন্দ উল্লাস করতে করতে নৌকার সমর্থনকারীর লোকজনের বাড়ি ঘরে হামলা চালায় ।
এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
উক্ত ঘটনার পূর্বে চেয়ারম্যান ছনিয়া সবুর আকন্দর নেতৃত্বে তার লোকজন নৌকার সমর্থনকারী মাহাদী হাসান নামে (২০) এক যুবককে নির্মম ভাবে চাপাতি,ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায় ফকির,আহমদ,মজনু,হাসান,শাকিল,বগা শাকিল,আরো নাম না জানা অনেক ঈগলের সমর্থিত লোকজন এই বর্বরোচিত হামলাই জড়িত রয়েছে ।
উল্লেখ্য ,মাহাদী একজন সফল উদ্যোক্তা তার নিজস্ব পোল্ট্রি ব্যবসা আছে। সে আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের নৌকাকে সাপোর্ট করার জন্যই মূলত এই বর্বরতার শিকার হতে হয়েছে।
চেয়ারম্যান ছনিয়ার ছান্ডাপান্ডারা বিভিন্ন অপরাধ করেও খান্ত হয়নি তারা প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগীদের সামনে পেলে অকথ্য ভাষায় গালিগালাজ করছে । তাছাড়া তাদের পরিবারের নারীর ইভটিজিং এর শিকার থেকে রেহাই পাচ্ছে না । স্থানীয় এলাকাবাসীর নিকট থেকে জানা যায় , চেয়ারম্যান ছনিয়া ও তার স্বামী মোহাম্মদের পরিকল্পনা ছিলো মাহাদীকে কুপিয়ে হত্যা করা।