ডিএনসি রাজশাহী গোয়েন্দা কর্তৃক পিকাপ ভ্যানে ৬৫ কেজি গাঁজা উদ্ধার ।
মোস্তাফিজুর রহমান :রাজশাহী ব্যুরো
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়ের উপ – পরিচালক মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে বিভাগীয় স্টাফ উপ – পরিদর্শক হুমায়ন কবির, এএসআই বায়েজিদ হোসেন, মোঃ শাহজাহান আলী সিপাহী হাবিবা খাতুন , মোঃ রাসেল ইসলাম ,এবং গাড়িচালক মোঃ মনসুর রহমানের সমন্বয়ে একটি টিম ১৩ জানুয়ারি ভোর ৪ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন শিবপুর বাজারস্থ নাটোর হতে রাজশাহীগামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে পাকা সড়কের উপর খন্দকার টেলিকম নামক দোকানের সামনে ভেজা মজা সুপারি ভর্তি টাটা মনি পিকআপ ভ্যান জার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো ন – ১৬- ৭০৪৩ তল্লাশি করে ৩৫ বস্তা ভেজা মজা সুপারির নিচে ৪ টি বস্তায় রক্ষিত তিনটি সাদা প্লাস্টিক বস্তার মধ্যে প্রতিটি তে তিনটি করে মোট নয়টি পোটলাই পলিথিনে স্কচটেপ দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য গাঁজা ৫ কেজি করে ৪৫ কেজি ও ওপর একটি সাদা প্লাস্টিক বস্তার মধ্যে ৪ টি পোটলাই পলিথিনে স্কচটেপ দ্বারা মোড়ানো ৫ কেজি করে ২০ কেজি সর্বমোট ৬৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে । ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষী (১) মোঃ আনজির আলী (৭০ ) পিতা :- মৃত হাজী শামসুল হোক সাকিম –ঢোলাট কমরপুর থানা – বেলপুকুর , আর এম পি রাজশাহী ( শিবপুর বাজারের নাইট গার্ড ) (২) মোঃ মমিনুল ইসলাম (৪২ ) পিতা – নুর মোহাম্মদ সাকিম – শিবপুর হাত নতুন বাজার থানা – পুঠিয়া , জেলা – রাজশাহী দুজনকে স্বাক্ষী হিসেবে সঙ্গে নিয়ে উক্ত পিক অ্যাপ ভ্যানটি তল্লাশি করে । তল্লাশিকালে অবৈধ মাদকদ্রব্য গাজার সাথে ভেজা মজা সুপারি ৩৫ বস্তা যার ওজন ৬৩০ কেজি , ১ টি টাটামনি পিক আপ ও ১ টি চাবি জব্দ করে । আসামিগণকে হাতেনাতে গ্রেপ্তার করে ঘটনাস্থলে উদ্ধারকৃত আলামতের জব্দ তালিকা ও লেভেল প্রস্তুতপূর্বক উহাতে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশাহীর উপপরিচালক মোঃ জিল্লুর রহমান স্বাক্ষর করেন । উদ্ধারকৃত আলামত গাজার প্রতিটি পোটলা হতে পাঁচ গ্রাম করে মোট ৬৫ গ্রাম গাঁজা রাসায়নিক পরীক্ষার জন্য পৃথক পৃথকভাবে নমুনা গ্রহণ করেন । অবশিষ্ট আলামত ও নমুনা সাক্ষীদের সম্মুখে লেভেল দ্বারা সিলগালা করে বিভাগীয় হেফাজতে গ্রহন করেন । গ্রেফতারকৃত আসামিগণ (১) মোঃ মোস্তাক পিক আপ ভ্যান চালক (২৭) পিতা – মোঃ শাহ আলম সাকিম – টেপারকুটি ( মোল্লাপাড়া ) থানা – করেকাটা জেলা – কুড়িগ্রাম নিজ দখলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও পরিবহন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬( ১) সারণির ক্রমিক নম্বর ১৯ ( গ ) ও ৪৮ ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় ১০ ন.মামলার রুজু করেন ।
এ বিষয়ে উপ পরিচালক জিল্লুর রহমান আরো জানান, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা নিয়ে অধিকতর অনুসন্ধান পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য এই চক্রের অন্যান্য হোতাদেরও নজরদারিতে রাখা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে যে কোন সময় অভিযান পরিচালনা করা হবে । গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণের সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশাহী কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।