ফরিদপুর ভাঙ্গা উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি ঢাকা বিভাগ
আজ বৃহস্পতিবার (১১ ই জানুয়ারী ২০২৪খ্রি.) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মোল্লাকান্দি গ্রাম থেকে আসিফ মুন্সি (২২)নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানার পুলিশ।মোল্লাকান্দি গ্রামের ফারুক মুন্সি ছেলে মানসিকভাবে তিনি দীর্ঘদিন যাবত ঘরের মধ্যে তিনি অসুস্থ ছিলেন।১১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নিহতের নিজ রুমের কক্ষে গলায় রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার পরিবারের দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।পুলিশ ও নিহতের পরিবারও এলাকাবাসী সূত্রে জানায়ায, আসিফ মুন্সী একজন গরিব পরিবারের সন্তান ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত মানসিকভাবে ঘরের মধ্যে অসুস্থ ছিলেন এবং গরিবের ছেলে অর্থের কারণে পরিবারের আসিফ মুন্সী কে ভালো কোনো ডাক্তার তাঁকের চিকিৎসা করাতে পারেনি। তাদের সামর্থন ও পরিবারের নেই।আসিফ মুন্সী এই চিন্তা করে আজ সকালে তার নিজ রুম কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।এ ব্যাপারে এস আই হায়দার হোসেন বলেন,খবর পাওয়ার সাথে সাথে অতিদ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।সুরতহাল শেষে পরবর্তী এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।