তানোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
আজিজুর রহমান ঃতানোর (রাজশাহী) প্রতিনিধি
আজ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, তানোর উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের আয়োজিত জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ জানুয়ারী (বুধবার) বিকাল, ৪ টার সময় তানোর উপজেলা সদর’ থানা মোড়- জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন এর সভাপতিত্বে ও তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (প্রদীপ- সরকার) এর সঞ্চালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, তানোর উপজেলা শাখা আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
আরও উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, আবুব্বাকার, তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান, সোনিয়া সরদার, তানোর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক, জিল্লুর রহমান, বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক, মুসেফ আলী, তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, জুবায়ের ইসলাম, তানোর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর, তাসির উদ্দিন,তানোর পৌর আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি রোকনুজ্জামান জনিসহ তানোর উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
এসময় তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রতি প্রাণপ্রিয় তানোরবাসীর আস্থা ও ভালোবাসায় উৎসবমুখর ভোট বিপ্লবের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (৫২) তানোর-গোদাগাড়ী-১’ আসন থেকে টানা চতুর্থবারের মতো জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ৪র্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তানোর
উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং নৌকার এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় তানোর-গোদাগাড়ী বাসীর, এই বিজয় সমৃদ্ধি আগামীর
বাংলাদেশের, এই বিজয় মুক্তিযুদ্ধের চেতনার। এই জয়কে পুঁজি করে আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং মানবিক নান্দনিক স্মার্ট তানোর-গোদাগাড়ী গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও মাননীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নির্দেশনায় কাজ করে যাবো বলে অঙ্গীকার ব্যাক্ত করেন ।