পবা – মোহনপুরের জনতার একটাই দাবি, আগামীতে এমপি আসাদকে মন্ত্রিসভায় দেখতে চাই ।
মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো
রাজশাহী জেলার গণমানুষের নেতা বাংলাদেশ আওয়ামীলীগের নিবেদিত প্রাণ , দীর্ঘদিন ধরে দলকে নিঃস্বার্থভাবে নিজের সর্বস্ব জলাঞ্জলি দিয়ে শেষ মুহূর্তে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকার মনোনয়ন পেয়ে মোঃ আসাদুজ্জামান আসাদ রাজশাহী -৩ ( পবা – মোহনপুর ) আসনে বিপুল ভোটে এমপি হিসেবে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির আব্দুস সালাম । আসাদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১,৫৪,৯০৯ ভোট , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৫,২৪৭ ভোট । রাজশাহী জেলায় বিপুল পরিমাণ এই ধরনের ভোট কোনো নির্বাচিত ব্যাক্তি পান নাই । তার জনপ্রিয়তা এতোটাই যে , পবা – মোহনপুর বাসি নিজ উদ্যেগে আসাদের নির্বাচনী প্রচার প্রচারণা করেছেন । এমপি আসাদকে আগামি দিনে পবা – মোহনপুরের জনগণ মন্ত্রীসভায় দেখতে চাই, কেবলমাত্র মন্ত্রী সভায় স্থান দেয়া হলেই এসব নেতা ও কর্মী-সমর্থকদের হৃদয়ে রক্ত ক্ষরণ প্রশমিত হবে। পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ, পারিবারিক ও সামাজিক মর্যাদা ও পরিচিতি, আর্থিক স্বচ্ছলতা, জনবল বা কর্মীবাহিনী, রাজনৈতিক দূরদর্শীতা, সাংগঠনিক দক্ষতা , আদর্শিক ও বিশ্বস্তত নেতৃত্ব হিসেবে মন্ত্রীসভায় স্থান পাবার মতো সব যোগ্যতা ও সক্ষমতা রয়েছে এমপি আসাদের । তার রাজনৈতিক দূরদর্শীতা এতোটাই প্রখর যে দল দীর্ঘ ১৫ বছর যাবৎ ক্ষমতায় থাকার পরও সে নমিনেশন না পেয়েও ভবিষ্যৎ পরিকল্পনাই জেলা পর্যায়ের নেতা কর্মীদেরকে সুসংগঠিত করে রেখেছিল । তার ফল পবা – মোহনপুরের নেতা – কর্মীরা তাকে দ্বাদশ সংসদীয় নির্বাচনে দিয়েছে ।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত আসাদুজ্জামান আসাদ আওয়ামী লীগের কত বড় সম্পদ। আওয়ামী লীগে তার আসার আগে ও পরে রাজশাহী জেলায় আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করা হলেই সেটার বাস্তব প্রমাণ পাওয়া যাবে এর জন্য রাজনৈতিক বিশেষজ্ঞ হবার প্রয়োজন নাই। ফলে এই সম্পদ অক্ষত ও ধরে রাখতে তাকে মন্ত্রীসভায় স্থান না দেওয়ার কোনো বিকল্প নাই বলে মনে করছে পবা – মোহনপুরের আমজনতা ।
রাজশাহী জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল একটি সূত্র জানায়, দ্বাদশ সংসদীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা রাজশাহী -৩ ( পবা – মোহনপুর ) আসনে আসাদুজ্জামান আসাদকে নমিনেশন দিয়ে জনগণের দীর্ঘদিনের আশা পূরণ করেছে । তাছাড়া রাজশাহী জেলা আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনে বেঈমান ও বির্তকিত নেতৃত্বের অবসান ঘটেছে বলে আলোচনা রয়েছে। অপরদিকে আদর্শিক,পরীক্ষিত ও বিশ্বস্ত্ব নেতৃত্ব আসাদকে মন্ত্রীসভায় দেখতে চাই আমজনতা। রাজশাহী জেলা আওয়ামী লীগের তৃণমূলের দাবি এমপি আসাদ যে কোনো রাজনৈতিক দলের কাছে একটি বিশাল সম্পদ তায় তারা এই সম্পদ ধরে রাখতে আগামি দিনে তাকে মন্ত্রীসভায় স্থান দেয়ার জন্য দলের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন করছেন বলে পবা – মোহনপুরের স্থানীয় জনতা মতপ্রকাশ করেন ।