রাজশাহী মহানগরীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন আরএমপি কমিশনার।
__________রাজশাহী ব্যুরো
আজ ৭ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রবিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষ্যে বোয়ালিয়া, পবা, বেলপুকুর ও শাহমখদুম থানার নির্বাচনী এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেন।
এসময় পুলিশ কমিশনার মহোদয় ভোট কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনী পরিবেশ বজায় রাখা ও ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও ভোটকেন্দ্রে ভোট দিতে আসা লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় থাকা ভোটারদের সঙ্গে কথা বলেন।
এসময় সঙ্গে ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।