তানোরে কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন ।
মোঃ আজিজুর রহমান ঃ তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোর-গোদাগাড়ী ১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে গণপরিবহন নিয়ে অবাধে চলাচল করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তানোর জরিমনাসহ সাজা দেওয়া হয়েছে।
তানোর প্রশাসন সূত্রে জানা যায় , আজ (শনিবার) ৬ জানুয়ারী, দুপুর ১-১৫ মিনিটে তানোর উপজেলা গোল্লাপাড়ার সদর থানার মোড়ে, রাজশাহী-১’ (তানোর-গোদাগাড়ী) জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধিমালার দায়িত্ব প্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার দ্বায়ে মোটরসাইকেল আরোহীদের জরিমানা প্রদান করেন।