সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত।
স্টাফ রিপোর্টার, মোঃ রাজিবুল ইসলাম
ঢাকা আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদের ফুটওভার ব্রীজে শুক্রবার (০৫) জানুয়ারি রাত আনুমানিক ১০ টায় ছুরিকাঘাতে হিমেল নামের এক যুবক নিহত হয়েছে। তিনি ঢাকায় নীলক্ষেত থেকে সাভারের বাসা বাড়ীতে আসতে ছিলো। এসময় কয়েকজন ছিনতাইকারী তাকে গতিরোধ করতে চাইলে দৌড়ে পালানোর সময় তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিঘাত করে জখম করে।জানা গেছে, তাকে বাঁচানোর জন্য চার জন যুবক ঘটনাস্থল থেকে সাভার ইসলামীয়া হাসপাতালের নিকট পৌছে দেয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরক্ষণেই ঐ চার যুবক সটকে পরে সেখান থেকে। তিনি সাভার কলেজের প্রাক্তম ছাত্র। তার পিতা মাতা ভাই বোন লাশটি সনাক্ত করেছে।
পরে সাভার মডেল থানার পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে।