দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ব্রিফিং প্রদান করেন জেলা পুলিশ সুপার।
খন্দকার সেলিম রেজা ঃ প্রতিনিধি মনোহরদী
অদ্য (০৫ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ)নরসিংদী পুলিশ লাইন্সে জেলা পুলিশ,নরসিংদীর আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়।উক্ত ব্রিফিং প্যারেডে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। এছাড়াও বিশেষ কোন পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। জনগণের জানমাল রক্ষায় ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করবে। নরসিংদীবাসী যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে সে দায়িত্ব পালনে নরসিংদী জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।নির্বাচন ডিউটিতে নিয়োজিত(কেন্দ্র, মোবাইল,স্ট্রাইকিং,স্ট্যান্ডবাই) সকল অফিসার/ফোর্সগণকে প্রয়োজনীয় মূল্যবান দিকনির্দেশনা প্রদান সহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন নরসিংদী জেলা পুলিশ সুপার।উক্ত ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)জনাব অনির্বাণ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)জনাব এস. এ.এম. ফজল-ই- খুদা,অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল জনাব কে,এম,শহিদুল ইসলাম সোহাগ,এএসপি, শিবপুর সার্কেল জনাব মোঃ মেসবাহউদ্দিন,সরকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল জনাব আফসান-আল- আলম,সরকারী পুলিশ সুপার,পুলিশ লাইন্স জনাব তোয়াহা ইয়াসীন হোসেন, কোট পুলিশ পরিদর্শক, ডিআইও (১),ওসি ডিবি, সকল থানার অফিসার ইনচার্জগণসহ নরসিংদী জেলা এবং পুলিশের বিভিন্ন ইউনিট হতে আগত অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।