মদনে শেষ বেলার নৌকার প্রচারনায় ব্যস্ত সময় কাটান নেতাকর্মীরা
বিশেষ প্রতিনিধি ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনার ডেডলাইন ৫ জানুয়ারী শুক্রবার সকাল ৮ ঘঠিকা থেকে । নির্বাচন কমিশন ঘোষিত বিধিমালা মাথায় রেখে মদনে নৌকার পক্ষে কুয়াশাচ্ছন্ন সকাল থেকে মধ্যরাত অবদি জন সংযোগ , লিফলেট বিতরন , পথ সভা , উঠান বৈঠক সহ নানা কর্মসুচীর মধ্য দিয়ে ব্যস্ত সময় কাঠান বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য মমতাজ হুসেন চৌধুরী , মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা আব্দুল কদ্দুছ , সাধারন সম্পাদক আব্দুল হান্নান শামীম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ।
মমতাজ চৌধুরী সকালে শীত উপেক্ষা করে নিজ গ্রামে ঘরে ঘরে নৌকার পক্ষে ভোট চান, এ সময় জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন ফিরিস্তি তুলে ধরেন ও নেত্রকোণা – ৪ আসনের নৌকার মাঝি জনাব সাজ্জাদুল হাসানের কর্মময় জীবন সংক্ষেপে তুলে ধরেন , তাছাড়া সকাল বিকাল দুঠো জানাযার নামাযে অংশ গ্রহন করেন ও জনসমাগমে কথা বলেন । দুপুরে জাহাঙ্গীরপুর , মদন উপজেলা আওয়ামী লীগ অফিস , মদন বাজার সহ আশপাশের এলাকায় নৌকার প্রচারে ব্যস্ত সময় কাঠান ।
বিকেলে হাসনপুর গ্রামের সর্বসাধারন আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন । সভ্পতিত্ব করেন মদন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্বা আব্দুর রহিম । ফতেপুর ইউ পি চেয়ারম্যান শফিক ও ফতেপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি রেনু মিয়া তালুকদার , উপজেলা আওয়ামী লীগের সহ অনেকেই উপস্তিত ছিলেন ।
সন্ধ্যায় দেওসহিলা গ্রামের সার্বিক অবস্তা পরিদর্শনে আসেন মদন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান শামীম॥ উনি দেওসহিলা গ্রামে দুটো ওয়ার্ডে পৃথক পৃথক বৈঠক করেন ও নেতা কর্মীদের উজ্জীবিত করেন , এ সময় মমতাজ চৌধুরী অনুষ্টানস্তলে উপস্তিত ছিলেন । রাত ১১টার পর শামীম সাহেব বাড়িতে রওয়ানা হন । মমতাজ চৌধুরী এ সময় শামীম সাহেব’র সাথে সাথে ছিলেন ও সভায় বক্তব্য রাখেন ।