সুজন খন্দকার ঃ রাজবাড়ী জেলার দৌলতদিয়া ইউনিয়নের অসহায় নারী, শিশু সহ সমাজের নির্যাতিত নিপিড়ীত মানুষের নৈতিক অধিকার বাস্তবায়নের অগ্রদূত হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করছেন জুমুর বেগম নামক একজন মানবতার ফেরীওয়ালা। তিনি ২০১৮ সাল থেকে অসহায় নারী ঐক্য সংগঠন নামে একটি সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে শুরু করেন অসহায় ও নিপিড়ীত মানুষের পাশে দাঁড়ানোর কাজ। বর্তমানে দৌলতদিয়া ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে প্রিয় নাম জুমুর বেগম। তিনি দৌলতদিয়া ইউনিয়ন কৃতি সন্তান এক সময়ের জমিদার মৃত সৌজা ফকিরের মেঝো ছেলে বর্তমানে দৌলতদিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ডের জনগনের ভোটে বারবার নির্বাচিত মেম্বার জলিল ফকির এর সর্হধর্মীনি। এই জুমুর বেগম দৌলতদিয়া বাসীর দুরসময় অর্থাৎ করুনা ভাইরাস এর সময়ে বর্তমানে ঢাকা রেঞ্জের আইজিপি হাবীবুর রহমান এর কাছ থেকে বিভিন্ন অনুূদান,খাবার, শীতবস্ত্র এনে পাশে দাড়িয়েছেন দৌলতদিয়া বাসীর পাশে। যা সেই সময়ে কোন জনপ্রতিনিধিই দৌলতদিয়া বাসীর জন্য করেনি। এছাড়া বিভিন্ন উৎসবে পার্বনে মাংস বিতরণ করেছেন তিনি। এরকম শতশত কাজ করে দৌলতদিয়া বাসীর হৃদয় জায়গা করে নিয়েছেন জুমুর বেগম।
এবিষয়ে জুমুর বেগম এর সাথে কথা হলে তিনি জানান, সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে ভালোলাগে। যতদিন বাঁচবো মানুষের জন্য কাজ করতে চাই।