ঈগল প্রতিকের বিজয়ের আশায় হাজারো মানুষের ঢল: তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ।
স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম।
সাভার নিউমার্কেট এর পেছনে ৭ নং ওয়ার্ড পেয়ারা বাগান মাঠ প্রাঙ্গনে। তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ।
মঙ্গলবার (২ ) জানুয়ারি) দুপুর ১টায় ঢাকার সাভার নিউমার্কেট ৭ নং ওয়ার্ড বালু মাঠ পেয়ারা বাগান সংলগ্ন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য আসেন। ঢাকা-১৯ আসন থেকে (ঈগল) প্রতিকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ। ঢাকা ১৯ আসনের পদপ্রার্থী
দীর্ঘ ১০ বছর পর আজ (ঈগল) প্রতিকের নির্বাচন প্রচার প্রচারণা করার লক্ষ্যে এবং দেশের স্বার্থে মানবতার কল্যাণে সবার পাশে থাকার জন্য। সাভার।
বাসির কাছে দোয়া চেয়েছেন। তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ সাভার আসেন। এসময় তিনি আসার পূর্বে, তার সমর্থিত হাজার হাজার নেতাকর্মীরা ভির জমাতে শুরু করে সাভার নিউ মার্কেট সংলগ্ন,
সাভার নিউ মার্কেট বালুর মাঠ এর, সামনে এসে তিনি জনগণের উদ্দেশ্য বলেন, আমি আপনাদের পরিক্ষিত নেতা মুরাদ জং, গত ১০ বছর আমি সাভারে আসি নাই, কোন কথাও বলি নাই, কারন আমার অভিভাবক, আমার একমাত্র নেতা, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাকে বলেছিল চুপ থাকতে। এবার তিনিই আমাকে বলেছেন কথা বলতে, নির্বাচনে অংশ গ্রহন করতে, জনগণের কাছে ভোট চাইতে, কে বেশি জনপ্রিয় আমি দেখতে চাই।
তার এই কথামতই, আমি নির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছি, প্রতিক পেয়েছি (ঈগল)। ঈগল আপনাদের মার্কা, আপনারা আমাকে ভালোবাসেন, এই মার্কাকে আপনার জয়যুক্ত করবেন। আরো বলেন আমি আপনাদের কখনো খালি হাতে ফিরাবো না এবং যত সাভারে কার্যক্রম বন্ধ আছে সব কার্যক্রম চালু করব আর আমি আজকে যে মাঠে বক্তব্য দিলাম এই মাঠে একটা পাঠশালা তৈরি করব এলাকার উন্নয়ন করে দিবো আপনাদের চাওয়া-পাওয়া আমাকে জানাবেন আপনাদের জন্য আমার গেট সব সময় খোলা থাকবে। এখানে উপস্থিত আমার বাবার বয়সী মায়ের বয়সী যারা আছেন সবার কাছে আমার একটাই চাওয়া এবারে নির্বাচনে ঈগল মার্কাকে জয়ী করবেন। আমি নির্বাচনে বিজয়ী হলে ফুলের মালা আমার নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায় পরাবো।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সাভার হকার্স লীগের সাধারণ সম্পাদক মোঃ কাদের মোল্লা। সাধারণ সম্পাদক ৭ নং ওয়ার্ড। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ রাসেল মাতাব্বর পৌর আওয়ামী লীগ । সহ এসময় ঢাকা সাভার নিউমার্কেট বালু মাঠ প্রাঙ্গনে তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ এর সমর্থিত হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।