স্টাফ রিপোর্টার (মাহমুদুল হাসান হিটু)
বালিয়াকান্দি – মধুখালির হাইওয়ে রোডের মাথায় বেনাপোল থেকে ছেড়ে আসা মেসার্স মা কার্গো সার্ভিসের চালক গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড এর উপর উঠিয়ে দেয়।
জানা গেছে যে,বৃহস্পতিবার (৮ জুন) মেসার্স মা কার্গো সার্ভিস বেনাপোল থেকে ছেড়ে এসে সকাল ৮ ঘটিকার সময় ফরিদপুর জেলার মধুখালি অতিক্রম করতে গেলে গাড়ি চালক গাড়ির গতি হারিয়ে রাস্তার আইল্যান্ড এর উপর উঠিয়ে দেয়,এতে করে আইল্যান্ড ভেঙ্গে যায় এবং গাড়ি চালক গাড়ি রেখে পালিয়ে যায়, কিন্তু যান মালের কোন ক্ষতি না হলেও এলাকার মানুষের মাঝে ভিতি ছড়িয়ে পরে। এসময় এলাকা বাসীর কাছে জানতে চাইলে তারা জানান যে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অহরহ ঘটে এই রোডে, কারন জানতে চাইলে মোঃ মন্টু মিয়া নামের একজন বলেন যে,এই ধরনের গাড়ির ড্রাইভারেরা তাদের চোখে মুখে ঘুম নিয়ে রাত্রিকালীন গাড়ি চালায়, তাই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রায়শই ঘটে থাকে, এলাকাবাসী এধরনের ঘটনা যাতে না ঘটে প্রশাসন এবং সরকারের কাছে আশু পদক্ষেপ কামনা করেন।
পরে কানাইপুর হাইওয়ে পুলিশ এসে দুর্ঘটনা এলাকা পরিদর্শন করেন ও গাড়ি হেফাজতে রাখেন।