শ্রীবরদীতে নৌকার প্রার্থীর জন্য মহিলা সমাবেশ অনুষ্ঠিত।
মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।
শেরপুরের শ্রীবরদীতে নারী ভোটারদের নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারী) দুপুরে পৌরসভার ৬ নং ওয়ার্ডের নারী ভোটারদের উদ্যোগে খামারিয়াপাড়া এলাকার মকবুলের বাড়ি সংলগ্ন মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী এডিএম শহিদুল ইসলাম। পৌর কাউন্সিলর আশারাফুল আলম বুদুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ।
সাবেক ছাত্রলীগ নেতা মাসুদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা হামিদুর রহমান সহ এলাকার নারী ভোটাররা। এসময় দলীয় নেতাকর্মী, ৬ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় সহস্রাধিক নারী ভোটার উপস্থিত ছিলেন।