শেরপুরে ইয়াবাসহ এক মেয়ে গ্রেপ্তার।
মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে পারুল বেগম ওরফে বিথী (২৬) কে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। আজ ১ জানুয়ারি সোমবার দুপুরে শেরপুর পৌরসভার মধ্যশেরী মহল্লার বাসিন্দা জয়নাল আবেদীনের এ অভিযান পরিচালনা করা হয়।
ধৃত মাদক সম্রাজ্ঞী বিথী সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের তালুকপাড়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে।
গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ এনামুল হক, উপ-সহকারি পরিদর্শক (এসআই) মোঃ আল মাসুদ, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোছাঃ উম্মে তাছনীমা সরকার, আবু ছোফিয়ান তরফদার, মোঃ মাহবুব আলম সঙ্গীয় ফোর্সসহ সোমবার দুপুরে শেরপুর পৌরসভার মধ্যশেরী পাড়া মহল্লার জয়নাল আবেদীনের বাসায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় জয়নাল আবেদীনের তিনতলা বাসার ভাড়াটিয়া মাদক সম্রাজ্ঞী মোছাঃ পারুল বেগম ওরফে বিথীর শয়ন কক্ষ তল্লাশী করে। পরে তার খাটের বিছানার তোষকের নিচ থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত পারুল বেগম বিথী স্বীকারোক্তিতে জানায়, সে বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ ও ক্রয় বিক্রয় করে আসছিল। এছাড়াও সে শহরের বিভিন্ন পাড়া মহল্লায় ভাড়াটিয়া বাসা বদল করে বিভিন্ন স্থান থেকে মেয়ে মানুষ তার বাসায় এনে দেহ ব্যবসাসহ মাদক ব্যবসার বিস্তর অভিযোগ রয়েছে।
এব্যাপারে পারুল বেগম ওরফে বিথীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেলে শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।