1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

পদ্মায় স্পীড বোটে অতিরিক্ত যাত্রী বোঝাই ও লাইফ জ্যাকেট পরিধান না করার অপরাধে ৪ স্পীডবোট চালকের বিরুদ্ধে মেরিন আইনে মামলা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ বার পঠিত

পদ্মায় স্পীড বোটে অতিরিক্ত যাত্রী বোঝাই ও লাইফ জ্যাকেট পরিধান না করার অপরাধে ৪ স্পীডবোট চালকের বিরুদ্ধে মেরিন আইনে মামলা !

মোঃ সুজন খন্দকার ঃ রাজবাড়ী
রাজবাড়ীর ধাওয়া পাড়া টু নাজিরগঞ্জ ফেরীঘাটে স্পীডবোট টার্মিনালে পদ্মা নদীতে অভিযান পরিচালিত হয়েছে।

শুক্রবার (২৯শে ডিসেম্বর) বিকালে এক প্রেস নোটের মাধ্যমে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি ওসি সাইদুর রহমান জানান, অতিরিক্ত যাত্রী বহণ ও নৌআইন ভঙ্গের কারণে ৩টি স্পিড বোর্ডসহ ৩জন চালক’কে আটক করে মেরিন আইনে জরিমানা ও মামলা দায়ের করা হয়েছে।

এরা হলো, পাবনা জেলার সুজানগর থানার নাজিরগঞ্জের বড়ষীপুর গ্রামের মৃত হোসেন আলি ফকির এর ছেলে ১। মোঃ বরকত আলী ফকির (৫৮), ও রাজবাড়ী সদর থানার জৌকুরা ধাওয়া পাড়া গ্রামের মৃত ইউসুফ আলি মন্ডলের ছেলে ২। মালেক মন্ডল (৩৮), এছাড়াও পাবনা জেলার সুজানগর থানার বরনাপুর গ্রামের মোঃ বরকত আলি ফকিরের ছেলে ৩। মোঃ শামছুর রহমান (৩০),এবং পাবনা জেলার সুজানগর থানার নাজিরগঞ্জের বড়খাঁপুর গ্রামের মোঃ আবদুল কুদ্দুসের ছেলে ৪। শাহিনুর রহনান শাহিন (৩৯),কে
যাত্রীদের জীবন রক্ষাকারী সরঞ্জামাধি লাইফ জ্যাকেট ব্যাতীত স্পীডবোট চালাইয়া অতিরিক্ত যাত্রী (১৮ জন) সহ ধাওয়াপাড়া জৌকুড়া ফেরীঘাট হইতে নাজিরগঞ্জ ফেরীঘাটে যাত্রী পরিবহন করার অপরাধে তাদের আটক করে মেরিন আইনে জরিমানা ও মামলা দায়ের করে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা।

এ বিষয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি ওসি সাইদুর রহমান জানান,অতিরিক্ত যাত্রী বোঝাই ও লাইফ জ্যাকেট পরিধান না করার অপরাধে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি সদস্যরা অভিযান চালিয়ে ৪টি স্পীডবোট ও ৪জন চালক’কে আটক করে মেরিন আইনে জরিমানা ও মামলা করেছে। নৌপথে চলাচলকারী নৌআইন ভঙ্গকারী প্রতিটি নৌযান ও চালকদের বিরুদ্ধে নৌপুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD