রূপগঞ্জে নৌকা মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করে মাঠ চষে বেড়াচ্ছেন মনিরুজ্জামান ভূঁইয়া।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ থেকে আওমী লীগের মনোনীত নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক কে রূপগঞ্জ থেকা টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য বানাতে রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নৌকা মার্কায় ভোট চেয়ে চেয়ে দুপুর থেকে রাত পর্যন্ত গন সংযোগ করে মাঠ চষে বেড়াচ্ছেন রূপগঞ্জ সদর ইউনিয়ন যুব সমাজের আস্থার ঠিকানা ও মন্ত্রী পরিবারের আস্তাভাজন ব্যক্তি ও নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান ভূইয়া,এ সময় নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি বলেন নৌকা হলো উন্নয়নের প্রতীক। আর এই রূপগঞ্জের উন্নয়নকে উচ্চতায় নিয়ে গেছে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক,তাই ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।মনিরুজ্জামান ভূঁইয়া আরো বলেন রূপগঞ্জ সদর ইউনিয়ন থেকে নৌকা কে বিপুল ভোটে জয়লাভ করে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী গোলাম গোলাম দস্তগীর গাজীকে উপহার দিবো ইনশাল্লাহ।এসময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা।