নওগাঁ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আর নেই ।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম
আক্কেলপুর প্রতিনিধি
আজ ৩০ ডিসেম্বর শনিবার নওগাঁ শহরের মুসলিম সম্প্রদায়ের অধিবাসীগণ এমন একজন প্রিয় মানুষ , যার ইমামতিতে ঈদের নামাজ সহ আর কোন নামাজ তার পেছনে আদায় করতে পারবে না।
নওগাঁ শহরের সকলের প্রাণপ্রিয়, সর্বজন শ্রদ্ধেয়, একজন আল্লাহ ওয়ালা মানুষ, নওগাঁ কেন্দ্রীয় জামে মসজিদের পেশইমাম, জনাব আলহাজ্ব আব্দুল মজিদ সাহেব, অদ্য ৩০শে ডিসেম্বর রাত্রি ৮ঃ৪৫ মিনিটে অসুস্থ জনিত কারণে, তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন।
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
‘ইন্না লিল্লাহ’- নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য।
‘ওয়া ইন্না ইলাইহি রাজিউন’- এবং নিশ্চিতই
আমাদের তাঁর সান্নিধ্যে ফিরে যেতে হবে।
শহরবাসী তাদের প্রিয় এই মানুষটির বিধেয়ী আত্মার মাগফেরাত কামনা সহ, তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।
মরহুমের নামাজের জানাজা আগামীকাল ৩১ ডিসেম্বর রবিবার বাদ জোহর নওগাঁ নওজোয়ান মাঠে আদায় করা হবে এবং জানাযার শেষে নওগাঁ কেন্দ্রীয় গোরস্থানে তার লাশ দাফন করা হবে, ইনশাআল্লাহ।