বগুড়ায় মাদক দ্রব্য অধিদপ্তর এর অভিযানে দুই কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার
বিশেষ প্রতিনিধি : গত ২৯ ডিসেম্বর বগুড়া সদর উপজেলার গোকুল এলাকা থেকে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোছা: ইতি গংরা (৩৫ )স্বামী মো: রফিকুল ইসলাম সুমন, মোছ: শ্যামলী বেগম,স্বামী মৃত ফেরদৌস, মো: সাজ্জাদুর রহমান নুর ৪২, পিতা মো:আতাউর রহমান, মোছা: আখি ৩৫, স্বামী আসাদুর রহমান নুর সহ ৪ জনকে ২ কেজি গাজা, ৪টি মোবাইল, নগদ ৪৯০ টাকাসহ বগুড়া মাদক দ্রর্ব নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতার করে। জানাযায় আসামিদের সকলের বাড়ি চকসুত্রাপুর হাড্ডিপট্রি। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইন, ২০-১৮ এর সংশ্লিষ্ট ধারায় বগুড়া সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।