শিবপুর প্রেসক্লাবের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব পালন
শিবপুর প্রতিনিধি : নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দায়িত্ব পালন শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত শিবপুর প্রেসক্লাবের নির্বাচন হলেও আনুষ্ঠানিকভাবে নির্বাহী কমিটির নিকট দায়িত্ব বুঝিয়ে দেয়নি আহবায়ক বদরুল আলম ।তিনি ১৪ অক্টোবর ফলাফল ঘোষণা দিয়ে আড়াইমাস আসেননি ক্লাব কার্যালয়ে। বৃহষ্পতিবার (২৮ ডিসেম্বর) আহবায়ক কমিটির মেয়াদ শেষ হলে শুক্রবার (২৯ ডিসেম্বর) হতে দায়িত্ব পালন শুরু করেছে নবনির্বাচিত কমিটি।
উল্লেখ্য,নির্বাচিত কমিটি গঠনের পর নির্বাহী কমিটির মধ্যে ভুল বুঝাবুঝির কারনে ৯ জন সদস্য আহবায়কের কাছে পদত্যাগপত্র জমা দেয়,পরক্ষণে ৭জন আবেদনকারী পুনরায় পদত্যাগপত্র প্রত্যাহার করেন।এসকল জটিলতার কারনে নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণে বিলম্বিত হয়।
শিবপুর প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আহবায়ক পদত্যাগপত্র গ্রহণ কিংবা কমিটি বিলুপ্ত করতে পারে না বিধায় এবং আহবায়ক কমিটির মেয়াদ পার হওয়ায় নির্বাচিত কমিটি বহাল এবং দায়িত্ব পালন শুরু করেছে। তাছাড়া প্রেসক্লাব পরিচালনা সংক্রান্ত বিষয়ে শুক্রবার (২৯ ডিসেম্বর) ক্লাব কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।