বালিয়াকান্দিতে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা
জয়নাল আবেদীন ঃ রাজবাড়ী
নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ী-২ আসনের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে, সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মোঃ শামসুল আলম (মন্টু) এর সভাপতিত্বে,
নৌকা প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
রাজবাড়ী-২ আসনে (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী)
নৌকা প্রতিকের প্রার্থী,রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান, এ কে এম শফিকুল মোর্শেদ (আরুজ) বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম (আজাদ) সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সাধারণ ভোটার।
এ সময় প্রধান অতিথি বক্তৃতায় বলেন,এই নির্বাচন বিএনপির সাথে নয় অ্যামেরিকার সাথে, এই নির্বাচনে ভোটা উপস্থিতি বাড়াতে হবে। সারাদেশে যে উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকার করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। শেষ নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।